দুই বাংলার শরৎ উৎসব

বাংলােদেশের শিক্ষা ও সাংস্কৃতিক  ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পশ্চিমবঙ্গের কলকাতায় বিশেষ সম্মাননা পেয়েছেন ঢাকার উত্তরাস্থ শহীদ ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ/পরিচালক শেখ শামীম আহমেদ। ২৬ সেপ্টেম্বর কলকাতার মৌমালি যুবকেন্দ্রের বিবেকানন্দ সভাগৃহে ‘দুই বাংলার শরৎ উৎসব’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। স্থানীয় এসটিএম ক্যাসেট ও সিডি কোম্পানি উৎসবের আয়োজন করে।

শরৎ উৎসবের উদ্বোধন করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সুজিত বসু। এ সময় উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বাংলাদেশের লালন একাডেমির প্রশিক্ষক আ. গোলাম কুদ্দুস, লালনসাধক এনাম সাঁই, ডা. গাজী মিজান, মো. কবিরুল ইসলাম, শেখ শামীম আহমেদ এবং কলকাতার কবি অরুণ চক্রবর্তী, বরুণ চক্রবর্তী, শিল্পী স্বপন কুমার কর, রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখার্জি এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনের হেড অব চ্যান্সারি কাউন্সিলর বি এম জামাল হোসেন।